আধুনিক সমন্বিত কৃষির একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘একোয়াপনিক্স’, যেখানে একইসাথে অধিক ঘনত্বে মাছ এবং উচ্চফলনশীল ফসল উৎপাদন করা সম্ভব।

আমারসোর্স দেশীয় কৃষিখাতে অবদান রাখার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড. আব্দুস সালাম স্যারের তত্ত্বাবধানে শুরু করেছে ‘একোয়াপনিক্স’ পাইলটিং। সামনের দিনগুলোতে এই প্রকল্পের অন্যতম লক্ষ্যসমূহ হচ্ছে- উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা অর্জন এবং সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে একোয়াপনিক্সকে মানুষের কাছে জনপ্রিয় করা। সবাইকে আমন্ত্রণ আমারসোর্সে! #aquaculture#aquaponics#hydroponicss#agriculture#urban#collaboration